সবুজ রঙের মাঝে প্রাণের সজীবতা
লাল নীলের মাঝে স্বপ্নের ঠিকানা
বৃষ্টির মাঝে সৃষ্টির রস উচ্ছল ঝরনা
বুকের ক্যানভাসে কি আছে কে জানে তা
ভাবনার তুলিতে শিহরণ করে নবীন বরণ
আলোচিত আলপনায় প্রকৃতির কাছে হয়েছি শরণ
ঝরা বেলী পু কারো খোঁপায়
ক্ষণিকের তরে সুরভী ছড়ায়
কিন্তু সে কি জানে সুদর্শনা পুশ্রী হারাবে একদিন
কোন এক প্রহরে সে থাকিবে না রঙীন।
লাল নীলের মাঝে স্বপ্নের ঠিকানা
বৃষ্টির মাঝে সৃষ্টির রস উচ্ছল ঝরনা
বুকের ক্যানভাসে কি আছে কে জানে তা
ভাবনার তুলিতে শিহরণ করে নবীন বরণ
আলোচিত আলপনায় প্রকৃতির কাছে হয়েছি শরণ
ঝরা বেলী পু কারো খোঁপায়
ক্ষণিকের তরে সুরভী ছড়ায়
কিন্তু সে কি জানে সুদর্শনা পুশ্রী হারাবে একদিন
কোন এক প্রহরে সে থাকিবে না রঙীন।
No comments:
Post a Comment