এই তো নদী গাঁয়ের পথে
এঁকে বেঁকে যায়
মাল্লা মাঝি মধুর সুরে
ভাটিয়ালি গায়।
কী অপরূপ রূপের মায়ায়
দেখতে ছুটে এসো
এমন দৃশ্য দেখবে যদি
রূপকে ভালোবেসো।
রূপের নদী আলোর ধারে
ঢেউ এসে রোজ ঝাপটা মারে
গাঁয়ের বধূ ঝলকে চলে
কী বলিতে চায়—
সেই হারিয়ে যায়।
এই তো নদী নিরবধি
কোন যে অচিনপুরে
সুদূর কালের সাক্ষী হয়ে
ছুটছে কেবল দূরে।
সূত্র : আমার দেশ
এঁকে বেঁকে যায়
মাল্লা মাঝি মধুর সুরে
ভাটিয়ালি গায়।
কী অপরূপ রূপের মায়ায়
দেখতে ছুটে এসো
এমন দৃশ্য দেখবে যদি
রূপকে ভালোবেসো।
রূপের নদী আলোর ধারে
ঢেউ এসে রোজ ঝাপটা মারে
গাঁয়ের বধূ ঝলকে চলে
কী বলিতে চায়—
সেই হারিয়ে যায়।
এই তো নদী নিরবধি
কোন যে অচিনপুরে
সুদূর কালের সাক্ষী হয়ে
ছুটছে কেবল দূরে।
সূত্র : আমার দেশ
No comments:
Post a Comment