জন্মের পর যে শিশু কেঁদে ওঠে চিরচেনা সুরে
কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে,
কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে
একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে।
জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে
জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস;
তার জন্য হিরোশিমা নাগাসাকির তপ্ত বাতাস
নিয়ে আসবে হয়তো। যে শিশু আজ তোমার কোলে
ছাঁয়া খুঁজে ফেরে তাকে ছায়ার বদলে অন্ধকার
তুলে দিয়ে বলো-নাও, আর কত ছায়া চাও তুমি?
আলো চাইলে আলট্রা ভায়োলেট রশ্মিতে তোমার
দেখিয়ে দিও পৃথিবী। তাকে বলো, আজ তার ভূমি
রাসায়নিক ভালোবাসায় সিক্ত হয়ে আছে; আর
একজোড়া পারমাণবিক বোমা দিও উপহার...
কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে,
কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে
একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে।
জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে
জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস;
তার জন্য হিরোশিমা নাগাসাকির তপ্ত বাতাস
নিয়ে আসবে হয়তো। যে শিশু আজ তোমার কোলে
ছাঁয়া খুঁজে ফেরে তাকে ছায়ার বদলে অন্ধকার
তুলে দিয়ে বলো-নাও, আর কত ছায়া চাও তুমি?
আলো চাইলে আলট্রা ভায়োলেট রশ্মিতে তোমার
দেখিয়ে দিও পৃথিবী। তাকে বলো, আজ তার ভূমি
রাসায়নিক ভালোবাসায় সিক্ত হয়ে আছে; আর
একজোড়া পারমাণবিক বোমা দিও উপহার...
No comments:
Post a Comment