আমার পাখি ডাকা আর ফুল ফোটা সোনালী ভোর শুধু তোমাকে দিলাম।
পাপড়ি প্লবে ভরা আর কোকিল ডাকা বসন্ত তোমাকে দিলাম।
কৃষকের বীজবোনা আষাঢ়ে বীজতলা তাও তোমাকে দিলাম। এমন কি
হেমন্তের শিশির স্নাত সোনালী ফসলের মাঠ তাও তোমাকে দিলাম।
অথচ বিনিময়ে তুমি কি দিলে বল বুকভরা বিধ্বংসী কালবোশেখি ছাড়া?
তবুও তোমার প্রতিদান বুকের ভেতরের ক্ষতচিহ্ন ছুঁয়ে
প্রতিদিন কেঁদে ওঠে বিরহী চাতক মন। সারা রাত্রি জেগে প্রতি প্রহরে
প্রহরে তোমার নাম জপতে থাকে সখিনার লাল মোরগের মতন।
পাপড়ি প্লবে ভরা আর কোকিল ডাকা বসন্ত তোমাকে দিলাম।
কৃষকের বীজবোনা আষাঢ়ে বীজতলা তাও তোমাকে দিলাম। এমন কি
হেমন্তের শিশির স্নাত সোনালী ফসলের মাঠ তাও তোমাকে দিলাম।
অথচ বিনিময়ে তুমি কি দিলে বল বুকভরা বিধ্বংসী কালবোশেখি ছাড়া?
তবুও তোমার প্রতিদান বুকের ভেতরের ক্ষতচিহ্ন ছুঁয়ে
প্রতিদিন কেঁদে ওঠে বিরহী চাতক মন। সারা রাত্রি জেগে প্রতি প্রহরে
প্রহরে তোমার নাম জপতে থাকে সখিনার লাল মোরগের মতন।
No comments:
Post a Comment