প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, September 9, 2012

একটি কবিতা লিখব বলে | রাজু ইসলাম

একটি কবিতা লিখব বলে প্রবল ইচ্ছায় ডুবে থাকি ভাবি-
এবার পূর্ণিমা এলেই লিখে ফেলব কবিতাখানি,
যে কবিতাখানি আকাশ বাতাস মুখরিত করে-
ধ্বনি তুলবে হিংস্রতা, প্রতিহিংসার বিরুদ্ধে-
ভাসিয়ে নিয়ে যাবে অত্যাচারী নিপীড়নের হাত,
যে কবিতা ভূমিদস্যুর বিরুদ্ধে হবে খড়গ কৃপাণ,
এমন একটি ভোর আনবে কবিতাটি-
যে ভোরের প্রত্যাশায় এতদিন উন্মুখ ছিল সমস্ত দুনিয়া।

কিন্তু সে পূর্ণিমা আর আসে না;
আসে প্রবল ঝড়ের কালোরাত,
আর আমি পড়ে থাকি কেবল ঘুমে,
জীবনের বাকি পূর্ণিমাগুলোও কেটে যায় কোন না কোনভাবে
আর আমি পৌঁছে যাই চিরনিদ্রার উঠোনে।
কিছুতেই লেখা হয় না আর কবিতাখানি।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ