বালিকা বেলা বড্ড টানে
নিয়ে চায় গভীর থেকে গভীরে
সে এক রঙিন দিনে হাসির মেলা
রেশমি চুড়ি রিনঝিন ,নূপুরের রুমঝুম
মাথায় গোলাপি ফিতে , কোঁচড় ভরা কৈশোর
কান পাতি সেই দূরে
গুনগুন করে ওঠে খেলার মাঠ ,মন খারাপের জানালা ,
১২.০৯.১২
নিয়ে চায় গভীর থেকে গভীরে
সে এক রঙিন দিনে হাসির মেলা
রেশমি চুড়ি রিনঝিন ,নূপুরের রুমঝুম
মাথায় গোলাপি ফিতে , কোঁচড় ভরা কৈশোর
কান পাতি সেই দূরে
গুনগুন করে ওঠে খেলার মাঠ ,মন খারাপের জানালা ,
অভিমানে ভিজে যাওয়া রুমাল মুখ গোঁজে
দস্যি কিশোরের বুক পকেটে
গোপন নালিশের রোদে উষ্ণ চিরকুট
আহা ! কি ভালোলাগায় ডুবে যাওয়া প্রহর
আমি আর আমার মিষ্টি বালিকা বেলা !
দস্যি কিশোরের বুক পকেটে
গোপন নালিশের রোদে উষ্ণ চিরকুট
আহা ! কি ভালোলাগায় ডুবে যাওয়া প্রহর
আমি আর আমার মিষ্টি বালিকা বেলা !
১২.০৯.১২
সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ReplyDelete