প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, December 5, 2011

আত্মীয়-স্বজনের প্রতি দায়িত্ব ও কর্তব্য || মোহাম্মদ জামাল উদ্দীন

আত্মীয়-স্বজনের প্রতি দায়িত্ব ও কর্তব্যঃ
মাতা-পিতার পর সবচেয়ে গুরত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য আত্মীয়-স্বজনদের প্রতি। মানুষের প্রতিপালনে মাতা-পিতার পর বড় ভুমিকা নিয়ে থাকেন শুভাকাঙ্কী আত্মীয়-স্বজন। তারাই ভালবাসা, স্নেহ-মমতা, সাহায্য ও সহানুভূতি এবং সহযোগিতা দিয়ে একটি মানুষকে উন্নতির মার্গে পৌঁছে দিয়ে থাকেন। এরপরও কি কোন জ্ঞানবান ব্যক্তি তাদের প্রতি অবহেলা করতে পারেন? স্বয়ং আল্লাহ তায়ালা তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য স্থির করে দিয়েছেন এবং বারংবার তাদের থেকে বিমুখ না থাকার ব্যাপারে তাগীদ করেছেন। মূলত তাদের অধিকার সম্পর্কে অনীহা আল্লাহর নাফরবানী ও গুনাহের কাজ এবং তাদের অধিকারের প্রতি যত্নবান হওয়া মূলত আল্লাহর প্রতি আনুগত্য ও ছাওয়াবের কাজ।

আত্মীয় -স্বজনদের সাথে সম্পর্ক স্থাপন ও পরিত্যাগ করাঃ
আল্লাহ তায়ালা ইরশাদ করেন- “আর আল্লাহ যে সম্পর্ক অক্ষূন্ন রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষূন্ন রাখে।” (সূরা রা’দঃ ২১)

নবী করীম (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনে বিশ্বাস রাখে সে যেন আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে।” (বুখারী, আবু দাউদ ও তিরমিযী)

রাসুল (সাঃ) বলেছেনঃ “তোমরা কমপক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো।”

নবী করীম (সাঃ) আরো বলেছেনঃ "আল্লাহ তায়ালা বলেন, আমি ‘রহমান’ এবং আত্মীয়তা হলের ‘রাহিম’ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে আমি তার সাথে সম্পর্ক গড়ে তুলি আর যে তা ছিন্ন করে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করি।” (আবু দাউদ ও তিরমিযী)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।” (বুখারী ও মুসলিম)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "যে ব্যক্তি তার গরীব আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করে না এবং নিজের দান-সদকার বস্তু তাদের বাদ দিয়ে অন্যদের দেয় আল্লাহ তায়ালা তার দান কবুল করবেন না এবং কেয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না।”

আত্মীয়-স্বজনদের হক আদায় করাঃ
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন-“ এবং আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য দেবে।” (সূরা বনী ইসরাঈলঃ২৬)

সম্পদে অন্যতম দাবীদার আত্মীয়-স্বজনঃ
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- “(হে রাসুল) বলুন, যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতিম অভাবগ্রস্থ এবং মুসাফিরদের জন্য।” (সূরা বাকারাঃ ২১৫)

দুবাই, ইউ এ ই

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ