প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, December 18, 2011

শোধ হয় না ঋণ || হাসান হাফিজ

রক্তে লেখা নাম রক্তে ভেজা মাটি
প্রতিরোধে জিগীষায় লড়াই সাহসে
রক্তনদী পার হয়ে
লালসবুজের পাই দেখা
বাংলাদেশ শহীদের স্বপ্নমাখা দেশ
এখনো অপূর্ণ থাকা আকাঙ্ক্ষার কুঁড়ি
ফুটে উঠবে প্রশান্তি পূর্ণতা নিয়ে
শেষ হয় না অপেক্ষার কাল
মুক্তিযুদ্ধ কখনো সমাপ্ত নয়
যুগে যুগে চলছেই, চলবেও
এ প্রক্রিয়া কোনোদিনই
স্তিমিত হওয়ায় মতো নয়
ঋণ শোধ হয় না কখনো, তবু
ত্যাগের স্বপ্নালু ঋণ সেই দীপ্র দুঃসাহস
পুঁজি করে নতুন প্রত্যয়ে
প্রগতির পথ পাড়ি দিতে হবে
অভিযান কোনোদিনই ফুরানোর নয়।
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ