প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, December 18, 2011

খুঁড়ে যাচ্ছি || ইকবাল আজিজ

খুঁড়ে যাচ্ছি মানবজমিন
প্রেম ছিল কোথাও কি? স্মৃতি ছিল অবশিষ্ট
রাত ছিল নিভে, তবু হেঁটে গিয়েছিলো পূর্বপুরুষেরা
নদীটির দিকে—
নদী নদী নদী অফুরান নদী
বয়ে যায় নিরবধি
আমার এ বঙ্গদেশে—
খুঁড়ে যাই নদী, খুঁড়ে যাই ঘরবাড়ি
মানুষের মন—
মনের গভীরে থাকা ছবি
জল ছল ছল পিতামাতা আত্মীয়েরা
মেঘময় আকাশের নিচে
সবুজ জমির আল ধরে গান গায়

আমি খুঁড়ে যাই তাদের সঙ্গীত
রাখালিয়া গান—
ছুটে আসে বরষার বান
মাঝিদের স্পর্শ করে খুঁড়ে যাই
মাঝি আর মাল্লাদের সাথে বয়ে যাই—
যেখানে গভীর সমুদ্রের কণ্ঠস্বর
বঙ্গোপসাগর...

খুঁড়ে যাচ্ছি জল
ছল ছল ইতিহাস ডাকে
মায়াময় জীবনের বাঁকে—
খুঁড়ে যাচ্ছি জীবনের প্রত্নতত্ত্ব
সময়ের ইতিবৃত্ত
খুঁড়ে যাচ্ছি জীবনের সব তত্ত্ব—
খুঁড়ে যাচ্ছি... খুঁড়ে যাচ্ছি...

সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ