প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, December 18, 2011

বিজয় || আবু সালেহ

যে বিজয়ে উল্লসিত হই
যে বিজয়ে রোমাঞ্চিত হই
সে বিজয় কি ধ’রে আছি কেউ
সে বিজয় কি জাগায় মনে ঢেউ?
যে বিজয়ে স্বাধীনতা আনি
যে বিজয়ে মুছি চোখের পানি
সে বিজয় কি অনুভবে আছে
সে বিজয় কি ধানের শীষে নাচে?
যে বিজয়ে মাথা উঁচু রাখি
যে বিজয়ে ফুলের সুবাস মাখি
সে বিজয় কি স্বপ্ন দেখায় আর
সে বিজয় কি এখন তবে ‘তার’?
যে বিজয়ে পদ্মা নদী ছিল
যে বিজয়ে কষ্ট তুলে নিল
সে বিজয় কি প্রাণে সাড়া দেয়
সে বিজয় কি কোলে তুলে নেয়?
যে বিজয়ে হেসেছিল জাতি
যে বিজয়ে কাটে কালো রাতি
সে বিজয় কি ছড়ায় চাঁদের আলো
সে বিজয় কি এখন আছে ভালো?
যে বিজয়ে আবেগ ছিল ভরা
যে বিজয়ে দেশ ও জাতি গড়া
সে বিজয় কি দেশের কথা বলে
সে বিজয় কি বুক ফুলিয়ে চলে?
যে বিজয়ে সুর তুলেছি গানে
যে বিজয়ে নতুন জীবন আনে
সে বিজয় কি ভালোবাসা দেয়
সে বিজয় কি কাছে টেনে নেয়?
যে বিজয়ে আশা ছিল মনে
যে বিজয়ে ঘুরি সবুজ বনে
সে বিজয় কি দিচ্ছে শীতল ছায়া
সে বিজয় কি ধারণ করে মায়া?
যে বিজয়ে গণতন্ত্র আসে
যে বিজয়ে এই জনতা হাসে
সে বিজয় কি ম্লান ও মলিন নয়
সে বিজয় কি অর্থবহ হয়?
যে বিজয়ে হাজার বছর পর
যে বিজয়ে পেয়েছি এই ঘর
সে বিজয় কি ছিন্নভিন্ন হবে
সে বিজয় কি সমুন্নত রবে?
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ