সৈকতের কুল ঘেঁষে হেঁটে হেঁটে চলেছি
আকুল দরিয়ার ঠিকানায়
উতাল মউজের কোলে আত্মভোলা পথিক
অচেনা মরুতে হারিয়ে যায়
মেঘলা আকাশে একলা ছোটে মন
অধরা বদ্বীপে ঘটে কষ্টের বিস্ফোরণ
শতাব্দী পথ পেরিয়ে অবিরাম ছোটে মাতাল ঢেউ
শত চোখ এড়িয়ে উন্মত্ত হয়ে পড়ে কেউ কেউ
রাত্রির যবনিকায় স্বপ্নের অনন্ত সিঁড়িতে
প্রতিশ্রুতির কাগজ ছিঁড়ে কেউ বসে স্বপ্নের পিঁড়িতে
সমুদ্রের কাছে জিজ্ঞেস কর কত কূল ভেঙে
সে জন্ম দিয়েছে চর
আলোকে জিজ্ঞেস কর কত আলো নিভিয়ে
সে বেঁধেছে ঘর
ক্ষিপ্ত আকাশ বজ্রপাতের সঙ্গিন
ক্ষুব্ধ আকাশ মেঘে মেঘে হয়েছে মলিন
সূত্র : আমার দেশ
আকুল দরিয়ার ঠিকানায়
উতাল মউজের কোলে আত্মভোলা পথিক
অচেনা মরুতে হারিয়ে যায়
মেঘলা আকাশে একলা ছোটে মন
অধরা বদ্বীপে ঘটে কষ্টের বিস্ফোরণ
শতাব্দী পথ পেরিয়ে অবিরাম ছোটে মাতাল ঢেউ
শত চোখ এড়িয়ে উন্মত্ত হয়ে পড়ে কেউ কেউ
রাত্রির যবনিকায় স্বপ্নের অনন্ত সিঁড়িতে
প্রতিশ্রুতির কাগজ ছিঁড়ে কেউ বসে স্বপ্নের পিঁড়িতে
সমুদ্রের কাছে জিজ্ঞেস কর কত কূল ভেঙে
সে জন্ম দিয়েছে চর
আলোকে জিজ্ঞেস কর কত আলো নিভিয়ে
সে বেঁধেছে ঘর
ক্ষিপ্ত আকাশ বজ্রপাতের সঙ্গিন
ক্ষুব্ধ আকাশ মেঘে মেঘে হয়েছে মলিন
সূত্র : আমার দেশ
No comments:
Post a Comment