প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, December 18, 2011

গার্হস্থ্য জীবন || মুজিবুল হক কবীর

যে যায়
সে আর ফেরে না কখনো,
ভাঙনের শব্দ শুনতে শুনতে
একদিন সে মধ্যরাতে তার হৃদস্পন্দনের শব্দ
অন্যরকম শুনতে পায়।

পুরনো বাড়ির আধখানা আকাশ ডুবে যায়,
ডুবে যায় একফালি চাঁদ এবং গার্হস্থ্য জীবন;
ডুবতে ডুবতে সে মাছেদের মহলে চলে যায়,
আর ফেরে না কখনো।

যে স্বপ্নবীজ বুনেছিল উঠোনের এককোণে
তাও বেড়ে ওঠেনি,
যে ছোট বারান্দা ছিল দুরন্ত শিশুর পায়ের দখলে
সেখানে আজ মাছেদের ভিড়,
নদীর তলানি থেকে যে বুদবুদ ওঠে
মানুষ ভাবে এ তার দীর্ঘশ্বাস।
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ