প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, December 16, 2011

স্বপ্নঘাট || পুলক হাসান

পু ল ক হা সা ন
গ্রহণলাগা এই সময়ে
নবীন নক্ষত্রের স্বপ্ন ঢেউ
যেন বয়ে নিয়ে আসে মরুঝড়;
ধূলির কুয়াশায় ডুবছে কি চরাচর?

অস্পষ্ট যে আজ তোমার মুখের রেখা
হৃদয়পাঠ বুঝি আরো এক দুরূহ কাজ
মহল তাই আছে পড়ে, নেই মাথার তাজ
সকলেই যেনবা স্বঘোষিত সম্রাট।

ফলে খরার মাঠে বৃষ্টির করুণা চেয়ে
বসে নেই আজ কেউ
কোথায় তবে ভেড়াব আজ স্বপ্নতরী
যদি না থাকে সেই ঘাট।
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ