প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, December 5, 2011

কষ্টের আগুনে জ্বলে পুড়ে || এরশাদ মজুদার

কষ্টের আগুনে জ্বলে পুড়ে আমি খাক হয়ে গেছি
তবুও অবিরাম হেঁটে চলেছি কষ্টের মিছিলে
আরও কতকাল এই মিছিলে থাকবো জানি না
নিজের কষ্ট যা আছে যতটুকু আছে তার চেয়ে

হাজার গুণ বেশি বেশি জ্বলি সবার কষ্টে।
চারিদিকে এত কষ্ট কখন যে জমে গেছে
দিন যত যায় কষ্টের আগুন ততই বেশি হয়ে জ্বলে
আমি নিজের কষ্টের আগুন সইতে পারি না
তবুও আগ বাড়িয়ে সবার কষ্টের বোঝা
নিজের কাঁধে তুলে নিয়েছি কেন নিজেই বুঝি না
আমার আর সবার কষ্টের কথা জেনেও তুমি
চুপচাপ থাকো কেন, কেনইবা তুমি এতো নির্বিকার
তুমিই তো বলেছো মজলুমের ব্যথায় তুমি ব্যথিত হও
তবুও কেন এতো কষ্টের আগুন জ্বালিয়েছো চারিদিকে।
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ