খাই-খাই রোগ তাকে খেলো_
খেতে-খেতে খেতে-খেতে
হলো এলোমেলো।
দাদিমার শাড়ি বেচে
ঘরদোর হাঁড়ি বেচে
বেচে-বেচে যতো টাকা পেলো_
তাই দিয়ে এটা-ওটা কিনে-কিনে খেলো।
শুধু খায়..., খায়_ শুধু খায়
এরপরে কি হবে উপায়?
বেচে দিলো সেকালের
দাদাজির বই
বেচে দিলো হাল, গরু, মই_
তাই দিয়ে কিনে খেলো খই,
চটপটি, দই।
খাই-খাই রোগ তাকে খেলো
খেয়ে সে কি পেলো?
খেতে-খেতে পেট হলো ঢোল;
একদিন ওঠে শোরগোল_
হরিপদ শেষ...
হরিপদ খেয়েছিল বাসি সন্দেশ!
শেষমেশ মরেই সে গেলো...
খাই-খাই রোগ তাকে খেলো।
সূত্র : সমকাল
খেতে-খেতে খেতে-খেতে
হলো এলোমেলো।
দাদিমার শাড়ি বেচে
ঘরদোর হাঁড়ি বেচে
বেচে-বেচে যতো টাকা পেলো_
তাই দিয়ে এটা-ওটা কিনে-কিনে খেলো।
শুধু খায়..., খায়_ শুধু খায়
এরপরে কি হবে উপায়?
বেচে দিলো সেকালের
দাদাজির বই
বেচে দিলো হাল, গরু, মই_
তাই দিয়ে কিনে খেলো খই,
চটপটি, দই।
খাই-খাই রোগ তাকে খেলো
খেয়ে সে কি পেলো?
খেতে-খেতে পেট হলো ঢোল;
একদিন ওঠে শোরগোল_
হরিপদ শেষ...
হরিপদ খেয়েছিল বাসি সন্দেশ!
শেষমেশ মরেই সে গেলো...
খাই-খাই রোগ তাকে খেলো।
সূত্র : সমকাল
No comments:
Post a Comment