এইবার শরতে নেমন্তন্ন জানাতে পারছি না
দিকভ্রান্ত হয়ে আছি-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে!
মাফ করো-এ আমার দীনতা!
সাদামেঘ উড়ে উড়ে যায়
কাশবনও দুলতে থাকে
সেই চিরচেনা রূপ-এখন কি চোখে পড়ে?
শরতের সৌন্দর্য স্থির হয়ে পড়ছে রাজবংশে!
মাটিঘেষা মানুষেরা রূপবান হতে পারছে না-
এই দেশে অন্তত বেশিরভাগ অংশে!
বারোভূঁইয়াদের বদলে বারোভূতে খেয়ে নিচ্ছে
ধান! মান আর থাকছে না!
মেঘমালা সাদা হতে ভয় পায়
পূর্বঋতু থেকে আসা কুড়ুলেমেঘের আস্তরণ
আশ্বিনের নীলে! গিলে খায় প্রকৃতি-সৌন্দর্য
নৃতত্ত্ব হারিয়ে যায় কোন্ নৃত্যপটীয়সীদের হাতে?
শরতের নীলাকাশ প্রসারিত হতে পারছে না বলে
আমি আরও দীনদরিদ্র হয়ে যাই!
No comments:
Post a Comment