বাঙলার প্রকৃতির মতো একান্ত শরৎ আছে এ-আমারও
ব্যক্তিগত শরৎ- স্বরের; স্বর্গঘ্রাণময়, আর আশ্বিন-আসীন
শারদীয় আমার প্রান্তর ব্যেপে কাশবন, না আকাশবন!
মৃত্তিকা-উত্থিত শ্বেত শব্দ-অনুভূতিছোঁয়া হাওয়ার দুলুনি তার
বাগানের বা গানের নৃত্যছন্দ এনে দিল মুহূর্তে মুমূর্ষুকে!
আমার আকাশে ভেসে ভেসে আসে
মেঘপাপড়ির মতো সৃজনের খ- খ- আগুনের জেল্লা
মাশাআল্লা তখন বায়ু শিহরিত, নিঃশব্দ বাদ্যের বিত্ত ও বৈভবে
আর কী আশ্চর্য, শিউলিরা শুধু ফোটে- না ঝরার প্রতিজ্ঞায়
শেফালি আমাকে কাটে ফালি ফালি
আমার শরৎ-রথে চড়ে দেবী নয়, আসেন মানবী-বহুপ্রেম-বাহু
হৈমন্তী মন্ত্রণা তার ঠোঁটে-আমি মূক থাকি আমার অধরে
জেনেছি যে, শরতের শেষরাতে হবো আমি
নিজেই হেমন্ত!
ব্যক্তিগত শরৎ- স্বরের; স্বর্গঘ্রাণময়, আর আশ্বিন-আসীন
শারদীয় আমার প্রান্তর ব্যেপে কাশবন, না আকাশবন!
মৃত্তিকা-উত্থিত শ্বেত শব্দ-অনুভূতিছোঁয়া হাওয়ার দুলুনি তার
বাগানের বা গানের নৃত্যছন্দ এনে দিল মুহূর্তে মুমূর্ষুকে!
আমার আকাশে ভেসে ভেসে আসে
মেঘপাপড়ির মতো সৃজনের খ- খ- আগুনের জেল্লা
মাশাআল্লা তখন বায়ু শিহরিত, নিঃশব্দ বাদ্যের বিত্ত ও বৈভবে
আর কী আশ্চর্য, শিউলিরা শুধু ফোটে- না ঝরার প্রতিজ্ঞায়
শেফালি আমাকে কাটে ফালি ফালি
আমার শরৎ-রথে চড়ে দেবী নয়, আসেন মানবী-বহুপ্রেম-বাহু
হৈমন্তী মন্ত্রণা তার ঠোঁটে-আমি মূক থাকি আমার অধরে
জেনেছি যে, শরতের শেষরাতে হবো আমি
নিজেই হেমন্ত!
No comments:
Post a Comment