ছোট্ট একটি পোকা। কত ছোট? এক ইঞ্চির মাত্র দশ ভাগের এক ভাগ তার আয়তন। কিন্তু এ পোকাটির অত্যাচারে সব সময় মানুষ ভীতসন্ত্রস্ত থাকে। পোকাটার শরীর খুবই নরম। শরীরে কোনো শক্ত খোলস নেই, পশমও নেই। অথচ সে মানুষের আসবাবপত্র, কাপড় আর কাগজপত্র কেটেকুটে নিঃশেষ করে দেয়। সেটা কোন পোকা? খুবই পরিচিত পোকা, ওটার নাম উই (ঞবত্সরঃব)। মানে আমাদের পরিচিত উইপোকা।
সবারই জানা আছে মাটির ঢিবি, গাছের বাকলের আড়াল বা ঝাড়জঙ্গলের স্যাঁতসেঁতে জায়গায় উইপোকা বসবাস করে। মানুষের বাড়ির আসবাবপত্র, বাথরুম বা ইটের ফাঁকেও খুব আনন্দে ঘর-সংসার বাঁধে এরা; আর মজা করে মানুষের কাগজপত্র, জামা-কাপড়ের দফারফা করে ছাড়ে।
উইপোকার বসবাস কখনও এককভাবে হয় না। এরা দলে দলে একসঙ্গে বাস করে। আর সে সংখ্যাও হয় হাজারের ওপর। উইদের ঢিবিতে মাত্র একটি রানী উইপোকা থাকে। ওটা কিন্তু সাধারণ উইয়ের চেয়ে বড়ো হয়। রানী উইপোকার আয়তন হয় এক ইঞ্চি বা তার চেয়েও বড়ো। এদের পেট ভরা থাকে শুধু ডিম আর ডিম। প্রতিদিনই প্রায় ডিম পাড়ে রানী। সেই ডিমের সংখ্যা কত শুনবে? একটি রানী উইপোকা প্রতিদিন অন্তত ৬০ হাজার ডিম পাড়ে। এই যদি হয় অবস্থা, তাহলে মানুষ তাদের ভয় পাবে না কেন?
সবারই জানা আছে মাটির ঢিবি, গাছের বাকলের আড়াল বা ঝাড়জঙ্গলের স্যাঁতসেঁতে জায়গায় উইপোকা বসবাস করে। মানুষের বাড়ির আসবাবপত্র, বাথরুম বা ইটের ফাঁকেও খুব আনন্দে ঘর-সংসার বাঁধে এরা; আর মজা করে মানুষের কাগজপত্র, জামা-কাপড়ের দফারফা করে ছাড়ে।
উইপোকার বসবাস কখনও এককভাবে হয় না। এরা দলে দলে একসঙ্গে বাস করে। আর সে সংখ্যাও হয় হাজারের ওপর। উইদের ঢিবিতে মাত্র একটি রানী উইপোকা থাকে। ওটা কিন্তু সাধারণ উইয়ের চেয়ে বড়ো হয়। রানী উইপোকার আয়তন হয় এক ইঞ্চি বা তার চেয়েও বড়ো। এদের পেট ভরা থাকে শুধু ডিম আর ডিম। প্রতিদিনই প্রায় ডিম পাড়ে রানী। সেই ডিমের সংখ্যা কত শুনবে? একটি রানী উইপোকা প্রতিদিন অন্তত ৬০ হাজার ডিম পাড়ে। এই যদি হয় অবস্থা, তাহলে মানুষ তাদের ভয় পাবে না কেন?
সূত্র : আমার দেশ
No comments:
Post a Comment