সব গ্রামেই তো আর নদী নেই, কিন্তু আছে সব নদীতীরেই
কোনো না কোনো গ্রাম। গ্রামের সঙ্গে মিলেছে বলেই নয়,
না মিললেও বলতাম, মানুষ বাঁচে না চিরকাল,
বেঁচে থাকে কৃতকর্ম, মানুষের চিরস্মরণীয় নাম।
পথের আকর্ষণে ছুটে যায় পা, পড়ে থাকে পায়ের প্রণাম।
মিলেছে বলেই নয়, না মিললেও বলতাম।
সকল গ্রামেই তো আর নদী নেই;
কিন্তু আমাদের গ্রামে আছে, তাই আমাদের বুকে ভয়।
এই নদী, হোক না তা মরা নদী, তবু আমাদের গ্রামে আছে।
কোনো না কোনো গ্রাম। গ্রামের সঙ্গে মিলেছে বলেই নয়,
না মিললেও বলতাম, মানুষ বাঁচে না চিরকাল,
বেঁচে থাকে কৃতকর্ম, মানুষের চিরস্মরণীয় নাম।
পথের আকর্ষণে ছুটে যায় পা, পড়ে থাকে পায়ের প্রণাম।
মিলেছে বলেই নয়, না মিললেও বলতাম।
সকল গ্রামেই তো আর নদী নেই;
কিন্তু আমাদের গ্রামে আছে, তাই আমাদের বুকে ভয়।
এই নদী, হোক না তা মরা নদী, তবু আমাদের গ্রামে আছে।
No comments:
Post a Comment