প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, October 12, 2011

নয় কেবল ধান-দুর্বা || মুহম্মদ নূরুল হুদা

বরণকুলায় আরো কিছু রাখা যাক;
ফুলের পাশে কীটাণু, জলের পাশে ধূলি;
আলপনা-আঁকা একটি কলসের মুখে
মা-গঙ্গার রঙতুলি;

আর কী-কী রাখবে, আর কী-কী?
না, নয় কেবল ধান-দূর্বা।
নিজহাতে গড়ে নাও শরৎ-প্রতিমা,
নিজহাতে দুর্গতিনাশিনী মা-দুর্গা।

গড়তে গড়তে ভুলে যাও
দেবী ও পূজারীর গোপন ষড়যন্ত্র;
মানুষ গড়ুক মানুষের কল্যাণ
মানুষ শিখুক মানুষের মন্ত্র।

দেবীর মুখে হাসুক মানবী
মানবীর মুখে দেবী;
নৃশংসতম অশনিপাত শেষে
ফুটে উঠুক শুভ্রতম মানবকরবী।

সূত্র: কালের কন্ঠ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ