প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, October 12, 2011

অস্বীকার করিনি || মুহম্মদ নূরুল হুদা

তুমি যে ছিলে, তুমি যে এসেছিলে
না, আমি অস্বীকার করিনি

আমি অস্বীকার করিনি
আমাদের দান-প্রতিদান
আমি অস্বীকার করিনি
আমরাও গেয়েছিলাম অমরার গান

তবু বিদায়ের বেলা হে দেবকন্যা,
যখন তোমার চোখজুড়ে অশ্রুর বন্যা
আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম
আমি ভুবনভাসানো তোমার সেই বন্যায়
সাঁতার কাটলাম

অন্তর
তিন ভুবনের বন্ধন ছেড়ে
আমি এক মরসুন্দরীর পায়ে নত হলাম

সুত্র: কালের কন্ঠ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ