নিশুত রাতে চাঁদ ঝলমল
চাঁদের আলো জড়িয়ে গায়
জোছনাপরীর হাসির ঝলক
চর্তুদিকে ছড়িয়ে যায়।
আকাশ গায়ে তার বসতি
মেঘের বাড়ির ফাঁকে,
গভীর রাতে এই পৃথিবী
আলোয় ভরে রাখে।
হাজার তারার চুমকি দিয়ে
শাড়ির আচঁল ভরে,
পূর্ণিমাতে প্রদীপ জ্বালায়
চাঁদের পানশি চড়ে।
রিনিক ঝিনিক চুড়ির আওয়াজ
বাতাস ভেসে যায়,
রাতের আকাশ মাতিয়ে ওঠে
শুকতারাটি হেসে।
রাতের শেষে জোছনাপরীর
দুচোখে ঘুম আসে,
আঁধার ঘরে ভয় লাগে খুব
কেউ থাকে না পাশে।
চাঁদের আলো জড়িয়ে গায়
জোছনাপরীর হাসির ঝলক
চর্তুদিকে ছড়িয়ে যায়।
আকাশ গায়ে তার বসতি
মেঘের বাড়ির ফাঁকে,
গভীর রাতে এই পৃথিবী
আলোয় ভরে রাখে।
হাজার তারার চুমকি দিয়ে
শাড়ির আচঁল ভরে,
পূর্ণিমাতে প্রদীপ জ্বালায়
চাঁদের পানশি চড়ে।
রিনিক ঝিনিক চুড়ির আওয়াজ
বাতাস ভেসে যায়,
রাতের আকাশ মাতিয়ে ওঠে
শুকতারাটি হেসে।
রাতের শেষে জোছনাপরীর
দুচোখে ঘুম আসে,
আঁধার ঘরে ভয় লাগে খুব
কেউ থাকে না পাশে।
No comments:
Post a Comment