বাবা (রেগে গিয়ে): এদিকে আয় হতচ্ছাড়া বদমাশ, বোনের জন্মদিনের পুরো কেকটা তুই একাই খেয়ে ফেললি! আয়, খেয়ে ফেলার শিক্ষা তোকে আজ দেই।
ছেলে: তার আর দরকার নেই বাবা, আমি নিজে নিজেই শিখে নিয়েছি।
মা: তোমার ছোট ভাইকে মার্বেল খেলতে দিচ্ছ না কেন?
ছেলে: ও আর ফেরত দেবে না তো।
মা: দেবে না কেন? দেবে।
ছেলে: তাহলে ও এর মধ্যে তিনটে মার্বেল খেয়ে ফেলেছে কেন?
খামারের মালিক: চরাতে নিয়ে গেলে আঠারোটা গরু, ফেরত আনলে সতেরোটা কেন? গুনে নিয়ে আসতে পারো নাই?
রাখাল: একটা গরু এত জোরে দৌড়ে পালিয়ে গেল যে ওটা গোনার সময়ই পেলাম না।
No comments:
Post a Comment