প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, October 15, 2011

গাধার দাম লাখ টাকা || মোহসেনা জয়া

বউয়ের সঙ্গে ঝগড়া করে রাস্তায় হাঁটছেন এক ভদ্রলোক। হাঁটতে হাঁটতে একটা আবাসিক এলাকায় ঢুকলেন। শরীরে ক্লান্তিবোধ নেমে আসায় বসলেন চায়ের দোকানে। চা নিয়ে চুমুক দিতেই হৈহল্লা শুনতে পেলেন। খরগোশের মতো কান খাড়া করে কিছু বুঝতে চেষ্টা করলেন। কিন্তু না। তিনি তো মানুষ! খরগোশ হলে হয়তো বুঝতে পারতেন কিছু একটা। কোনো কথা না বলে তিনি চায়ে মন দিলেন। চুপচাপ খেয়ে গেলেন চা। আস্তে আস্তে তার মনে কৌতূহলের ইঞ্জিন গরম হতে লাগল। উঠে দাড়িয়ে সরগোলের স্থানটার দিকে উঁকিঝুঁকি দিলেন। কিছু বুঝতে পারলেন না। তারপর দোকানিকে জিজ্ঞেস করলেন,'ভাই, কী হয়েছে ওখানে?' দোকানি তেমন আগ্রহ না দেখিয়ে কাজ করতে করতে বললেন, 'বাড়ির গৃহকত্রী মারা গেছে তাই এতো লোক ভিড় জমিয়েছে।' 'তা ভাই মহিলা বুঝি অনেক বিখ্যাত কেউ?' 'না' দোকানির উত্তর। 'তাহলে অনেক ভালোমানুষ ছিলেন?' আবারও শুধায় লোকটা। 'না তাও ছিল না।' দোকানির ফের জবাব। 'তো এতো মানুষ কেন ভিড় করছে এখানে?' 'ভাই, যারা ভীড় করছে এখানে এরা সবাই বিবাহিত আর তারা কেউ মহিলাটাকে দেখতে আসেনি। এসেছে যে গাধাটার লাথি খেয়ে বাড়ির গৃহকত্রী মারা গেছে সেই গাধাটা কিনতে।' দোকানির টাকা মিটিয়ে লোকটাও সেদিকে হাঁটা ধরলেন।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ