বাইরে ঝড় ভেতরে ঝড়
পাশাপাশি অবস্থানে থেকেও কতটা পর
একই ছাদের নিচে শূন্যতায় জড়ানো কতগুলো ঘর
আমি খুঁজি তাকে
তুমি খোঁজ তাকে, যে হারিয়ে গেছে অভিসারে
বেদনার হাওয়ায় ওড়ে আঁচল
চোখে পরাজয়ের কাজল, নেই অতলের তল।
খাঁ খাঁ শূন্যতা বিছিয়ে আছে দূরত্বের আঁচল—
তরঙ্গহীন চোখের জলে ভাসে স্বপ্নের শতদল
জোয়ারবিহীন, গতিহীন, দূর সীমান্তে মোহনার মিলন
পথের পাশেই পড়ে থাকে যন্ত্রণার অব্যক্ত আলোড়ন।
তুমিও যন্ত্রণায় ছটফট করো আমিও
অভাবী শূন্যতায় পিষ্ট হও, ছুটে যাও তেপান্তরের বন্দরে
বারবার ডুব দেই আকাশের বিশালতায়
চৈত্রের কড়া রোদ কাঁপন তোলে শুদ্ধতার জলাশয়ে।
তারপর ঢেউ আর ঢেউ
বোশেখের বন্যায় গাত্রদাহ হয়
নড়ে ওঠে কষ্টের শিরা-উপশিরা—
স্রোতের তর্জনে ধুয়ে-মুছে একাকার ভালোবাসার খামার
অধিকারের পুরোটা দখলে তবুও তুমি আমার?
পরাজিত জীবনের বহুবিধ খেলায় নিষ্ক্রান্তি নেই তোমার-আমার
চলার নামই জীবন, চলতে চলতে হয় কত না মরণ।
পাশাপাশি অবস্থানে থেকেও কতটা পর
একই ছাদের নিচে শূন্যতায় জড়ানো কতগুলো ঘর
আমি খুঁজি তাকে
তুমি খোঁজ তাকে, যে হারিয়ে গেছে অভিসারে
বেদনার হাওয়ায় ওড়ে আঁচল
চোখে পরাজয়ের কাজল, নেই অতলের তল।
খাঁ খাঁ শূন্যতা বিছিয়ে আছে দূরত্বের আঁচল—
তরঙ্গহীন চোখের জলে ভাসে স্বপ্নের শতদল
জোয়ারবিহীন, গতিহীন, দূর সীমান্তে মোহনার মিলন
পথের পাশেই পড়ে থাকে যন্ত্রণার অব্যক্ত আলোড়ন।
তুমিও যন্ত্রণায় ছটফট করো আমিও
অভাবী শূন্যতায় পিষ্ট হও, ছুটে যাও তেপান্তরের বন্দরে
বারবার ডুব দেই আকাশের বিশালতায়
চৈত্রের কড়া রোদ কাঁপন তোলে শুদ্ধতার জলাশয়ে।
তারপর ঢেউ আর ঢেউ
বোশেখের বন্যায় গাত্রদাহ হয়
নড়ে ওঠে কষ্টের শিরা-উপশিরা—
স্রোতের তর্জনে ধুয়ে-মুছে একাকার ভালোবাসার খামার
অধিকারের পুরোটা দখলে তবুও তুমি আমার?
পরাজিত জীবনের বহুবিধ খেলায় নিষ্ক্রান্তি নেই তোমার-আমার
চলার নামই জীবন, চলতে চলতে হয় কত না মরণ।
No comments:
Post a Comment