দক্ষিণের বিলে ছিলো ঝাঁক-ঝাঁক নীলছোঁয়া পাখি
সারাদিন ওরা জলে দলবেঁধে কাটতো সাঁতার
মাছের স্বরূপ দেখা আর গন্ধ গায়ে মাখামাখি
উড়তো নীলের দেশে স্বপ্ন গেঁথে চোখের পাতায়
কে এক শিকারী বিলে প্রতিদিন করতো শিকার
গোপনে একটি করে পাখি ধরে নিয়ে যেতো ঘরে
অবশ্য প্রকাশ্যে সে-ই আর্তস্বরে করতো চিৎকার
পাখিহীন বিল না কি একদিন হবেই পরের
এভাবেই বিল থেকে ধীরে ধীরে লুপ্ত হয় পাখি
শামুক ঝিনুক আর মাছহীন হয় জলাভূমি
রূপ-গন্ধ লোপ পায়, মনে তার চিহ্ন ধরে রাখি
ডাঙায় বাঁধলো বাসা স্থানচ্যুত জলের কুমির
দক্ষিণের বিলে আজ পাখিদের নেই আনাগোনা
অাঁধারে অপার হয়ে জ্বলে ওঠে, স্মৃতিরা জোনাক
সারাদিন ওরা জলে দলবেঁধে কাটতো সাঁতার
মাছের স্বরূপ দেখা আর গন্ধ গায়ে মাখামাখি
উড়তো নীলের দেশে স্বপ্ন গেঁথে চোখের পাতায়
কে এক শিকারী বিলে প্রতিদিন করতো শিকার
গোপনে একটি করে পাখি ধরে নিয়ে যেতো ঘরে
অবশ্য প্রকাশ্যে সে-ই আর্তস্বরে করতো চিৎকার
পাখিহীন বিল না কি একদিন হবেই পরের
এভাবেই বিল থেকে ধীরে ধীরে লুপ্ত হয় পাখি
শামুক ঝিনুক আর মাছহীন হয় জলাভূমি
রূপ-গন্ধ লোপ পায়, মনে তার চিহ্ন ধরে রাখি
ডাঙায় বাঁধলো বাসা স্থানচ্যুত জলের কুমির
দক্ষিণের বিলে আজ পাখিদের নেই আনাগোনা
অাঁধারে অপার হয়ে জ্বলে ওঠে, স্মৃতিরা জোনাক
No comments:
Post a Comment