কোথায় যে যাই কোথায় হারাই
দাঁড়াবার নেই ঠাঁই।
হাতখানি দাও একটু দাঁড়াও
স্পর্শে জাগুক প্রাণ
পথে লেগে আছে তোমার গন্ধ
শরীরের সুঘ্রাণ
ছন্দে জেগেছি গন্ধে মাতাল
চলবার আহ্বান।
দাঁড়াবার নেই ঠাঁই।
হাতখানি দাও একটু দাঁড়াও
স্পর্শে জাগুক প্রাণ
পথে লেগে আছে তোমার গন্ধ
শরীরের সুঘ্রাণ
ছন্দে জেগেছি গন্ধে মাতাল
চলবার আহ্বান।
No comments:
Post a Comment