হাত বাড়ালেই ঝুমকো লতা
হাত বাড়ালেই ফুল
হাত বাড়ালেই ছলাত্ছল
হাত বাড়ালেই কূল।
হাত বাড়ালেই প্রজাপতি
হাত বাড়ালেই বন
হাত বাড়ালেই পাখির বাসা
শালিক অগণন।
হাত বাড়ালেই টিয়ার ছানা
হাত বাড়ালেই ফিঙে
হাত বাড়ালেই কলমি ডগা
হাত বাড়ালেই ঝিঙে।
হাত বাড়ালেই গাছের ছায়া
হাত বাড়ালেই ফল
হাত বাড়ালেই পদ্মদিঘি
ঢেউয়ে টলোমল।
হাত বাড়ালেই কলার কাদি
পান সুপারি তাল
হাত বাড়ালেই কদম-কেয়া
হাত বাড়ালেই পাল।
হাত বাড়ালেই মায়ের মুখ
হাত বাড়ালেই মন
হাত বাড়ালেই চতুর্পাশে
অনেক আপনজন।
হাত বাড়ালেই ফুল
হাত বাড়ালেই ছলাত্ছল
হাত বাড়ালেই কূল।
হাত বাড়ালেই প্রজাপতি
হাত বাড়ালেই বন
হাত বাড়ালেই পাখির বাসা
শালিক অগণন।
হাত বাড়ালেই টিয়ার ছানা
হাত বাড়ালেই ফিঙে
হাত বাড়ালেই কলমি ডগা
হাত বাড়ালেই ঝিঙে।
হাত বাড়ালেই গাছের ছায়া
হাত বাড়ালেই ফল
হাত বাড়ালেই পদ্মদিঘি
ঢেউয়ে টলোমল।
হাত বাড়ালেই কলার কাদি
পান সুপারি তাল
হাত বাড়ালেই কদম-কেয়া
হাত বাড়ালেই পাল।
হাত বাড়ালেই মায়ের মুখ
হাত বাড়ালেই মন
হাত বাড়ালেই চতুর্পাশে
অনেক আপনজন।
No comments:
Post a Comment