প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 23, 2011

চিরচেনা শরৎ || আইউব সৈয়দ

ক.
জীবন গড়ার মাঠে,
পা বাড়িয়ে যাই হারিয়ে
স্বপ্ন দোলে থই থই,
হাসি-খুশির পাঠে,
নতুন করে জোছনা ঝরে
কাশের ফুলে হই চই।

ছন্দ-সুরের বাটে,
প্রাণের ডাকে সাজতে থাকে
শরৎ গানে বারবার,
চিরচেনার ঘাটে,
নেই তো যতি চলার গতি
প্রথা ভেঙেই পার।


খ.
শরৎ দুপুর ছন্দে জড়াই
অথই উদাস রঙ যে ছড়ায়
নীল নীলিমার খুশির বড়াই
রাঙেÑ

মেঘের সীমায় রোদ হেসেছে
নতুন সাজের সুর এসেছে
সৃষ্টি সুখের ছই ভেসেছে
গাঙে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ