প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, September 27, 2011

ভুলে বসতি || গাজী গিয়াস উদ্দিন

জন্মমৃত্যুর লীলা ডোরে আমাকে বেঁধেছ
খেলছ নিয়ে কান্নাহাসি,
নশ্বরে দুর্নীতি মোহে সভ্যতা-সংস্কৃতি
বাজাই দিবানিশি ভুলের বাঁশি।
যা’ বুঝি ভুলে থাকি, যা’করি স্বেচ্ছাচার
পাপপূণ্যে মেতে থাকি,
মায়ায়- ভালোবাসায় আচ্ছন্ন পৃথিবী
পরম সত্যে বিস্মৃত থাকি।
সকাল সন্ধ্যা আত্ম- আত্মীয়ে
রঙীন স্বপ্নের জাল বুনি,
এ জীবন সীমা- এ স্বপ্ন সীমা
অসীম ভেবে কাল গুণি।
মানুষের অধিকার বিধাতার বিধান
ভুলে গিয়ে নফছের ভোগবাদী,
ভাঙেনা ঘুম সুখ সম্ভোগে
হঠাৎ জেগে দেখি মৃত্যুদূত।
বৃষ্টিস্নাত অবিরাম বর্ষণে
সিক্ত রহমতে ভুলে যাই,
প্রচন্ড খরায় চৌচির জীবন
শুকাবে নিষ্ঠুর ভুল নাই।
১/৯/১১

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ