প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 23, 2011

করদনদী || মাহবুব হাসান

সময়টা খুব খারাপ এখন!!!

করদনদী যেমন শুকিয়ে যায়, সেইরকম—
আমাদের ধনশালী ধলেশ্বরী, তার শাখা ঝিনাইদহ,
তার বাউলজানি খাল, সন্নিহিত সাত-বিল-ঝিল
সবই উজানি স্রোতের প্রেমে মজে গিয়ে হতশ্রী, হতমান আজ।
উজানের রাজা বোঝে না তা,
বু’জানের মতো আমরা তো তোমাদেরই উত্তরপুরুষ!
ভাটির মানুষ আমরা, আমাদের বেহুঁশ
করে পদ্মার স্রোত গিলে খায় কালো শিষ-নাগ,
ছাড়-শিশু মানত করে কতো যে পাঠিয়েছি ইলিশের সাথে,
কিন্তু মজে কী সে মন!
এমন ক’জনার হয় পণ!!!
কেবল নিজের স্বার্থ অক্ষয় করে রেখে যাবে, এইতো নেশা!
যেন মায়াবিনী শার্শি তার মাথা টিপে চলেছে
দুপুরের ঝাঁঝালো রোদের ছায়া ফেলে!
যেন জপমালা আমাদের! জয় গান
ভাটির বাসনায় মাখায় সে নিত্যদিন প্রেমের বেসন, রানওয়ে তা জানে!
সোহাগের সীমান্ত-কারনেজ তাই দ্বিধাহীন, যজ্ঞ চলে তার আড়ালে-আবডালে
যেন উন্মাতাল কালিকা ক্ষেপে আছে বহু তালে!

সময়টা খুব খারাপ এখন!!
মন্দের ভালো গণতন্ত্রের মন।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ