প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 23, 2011

অস্থিরতা বৃত্তান্ত || খালেদ রাহী

আমাকে ঘিরে বসে আছে
কামুকের কামিজের গিঠ খোলার মতো অস্থিরতা।
এ রকম আকালে মগজে ফাঁকা বেলুনের ভাব আসে।
প্রিয় কোন মানুষের ডাক ও স্বৈরিণীর ডাকের মতো মনে হয়।

ঠোঁট খোলা নদী পেলে সাঁতার শেখা
জরুরী। এ আরেক অস্থিরতা
আজ রাতে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ