আমাকে ঘিরে বসে আছে
কামুকের কামিজের গিঠ খোলার মতো অস্থিরতা।
এ রকম আকালে মগজে ফাঁকা বেলুনের ভাব আসে।
প্রিয় কোন মানুষের ডাক ও স্বৈরিণীর ডাকের মতো মনে হয়।
ঠোঁট খোলা নদী পেলে সাঁতার শেখা
জরুরী। এ আরেক অস্থিরতা
আজ রাতে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে।
কামুকের কামিজের গিঠ খোলার মতো অস্থিরতা।
এ রকম আকালে মগজে ফাঁকা বেলুনের ভাব আসে।
প্রিয় কোন মানুষের ডাক ও স্বৈরিণীর ডাকের মতো মনে হয়।
ঠোঁট খোলা নদী পেলে সাঁতার শেখা
জরুরী। এ আরেক অস্থিরতা
আজ রাতে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে।
No comments:
Post a Comment