প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 16, 2011

শিউলি ফুলের অতল মায়া || হাসান হাফিজ

হবে না হবে না আর এ জন্মে হবে না
কবে হবে
যদি বা সম্ভবপর না হয় নিশ্চিন্তমত তবে
পাওনাটুকু জীবনের
বুঝে পাব কবে?
নিরুত্তর থেকে থেকে উড়ে যায় শরতের মেঘ
নেই তার প্রচ্ছন্ন আবেগ
সংশয় বা দোলাচল ঢেউ
তোমরা জেনেছ কিছু কেউ
জানো না জানারও চেষ্টা
করোনি কস্মিনকালে
দিক চক্রবালে
প্রশান্তি-চাদর দ্যাখো বিছিয়েছে ছায়া
শিউলি ফুল ঢেলে দিচ্ছে মায়া
এই মায়া কখনও কী ছল?
নাকি এক বিভ্রম অতল
এই মতো রহস্যের মানে
শরত্ ঋতুই শুধু জানে
সবজান্তা হয়ে দেখি হাসছে মিটিমিটি
আসে মৃত্যু, তারপরও জীবনই আরাধ্য
পরম্পরাক্রমে বিস্তারিত হয়
ভালোবাসা দুঃখ খিটিমিটি ...

সূত্র: আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ