ক.
পূর্ণিমার সহজাত আলো অভুক্ত বাউলের গল্প শুনে
কানামাছি খেলে
সমস্ত প্রত্যাশার একতারাতে অনুজ্জ্বল চাহনি বিছিয়ে
বাহুতে মাদুলি বাঁধে কেন?
তবে হৃদয় ঘেঁষে রূপের হাওয়া কাব্যপাপী;
নাকি মখমল মনের রাত জাগা শরতের কৌতূহলী হাসি...?
বর্ণনার বর্ণিল ভাষায় প্রজ্ঞাপিত পূর্ণিমা কুড়িয়ে নাও
নিঃসঙ্গতার হু হু আয়োজনে থাকা মোটেই ভালো নয়
পূর্ণিমাহীন জোছনাহীন সাবালিয়া—কখনো কী
কবিতা হয়?
খ.
পূর্ণিমার জন্য জোছনা
জোছনার জন্য পূর্ণিমা
কাঠামো গুঁড়িয়ে স্বপ্ন ছড়ায় সাবালিয়াতে...!
পূর্ণিমার সহজাত আলো অভুক্ত বাউলের গল্প শুনে
কানামাছি খেলে
সমস্ত প্রত্যাশার একতারাতে অনুজ্জ্বল চাহনি বিছিয়ে
বাহুতে মাদুলি বাঁধে কেন?
তবে হৃদয় ঘেঁষে রূপের হাওয়া কাব্যপাপী;
নাকি মখমল মনের রাত জাগা শরতের কৌতূহলী হাসি...?
বর্ণনার বর্ণিল ভাষায় প্রজ্ঞাপিত পূর্ণিমা কুড়িয়ে নাও
নিঃসঙ্গতার হু হু আয়োজনে থাকা মোটেই ভালো নয়
পূর্ণিমাহীন জোছনাহীন সাবালিয়া—কখনো কী
কবিতা হয়?
খ.
পূর্ণিমার জন্য জোছনা
জোছনার জন্য পূর্ণিমা
কাঠামো গুঁড়িয়ে স্বপ্ন ছড়ায় সাবালিয়াতে...!
No comments:
Post a Comment