প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, September 3, 2011

দুঃস্বপ্ন ( চতুর্দশপদী ) ।। জহির রহমান

গাঢ় নিশিথে অশরীরী আত্মা এসে,
ফিসফিসিয়ে বলল তার কানে সুরে ;
উড়িয়ে নেবো তোমায় রাতের গভীরে
সাত সমুদ্রুর তের নদীর ওপারে,
যেথায় বসত করে হিংসুটে বুড়ি,
আছে তার সন্তান সেথায় দশকুড়ি ;
নখের আচঁড়ে ছিড়িবে তারা তোমায়,
গিলবে রক্তমাংসের সোনার দেহ ;
চিৎকার শুনে এগিয়ে যাবেনা কেহ,
বায়ূতে ধ্বস্ত হবে হায়েনার উল্লাস।
হঠাৎ ঘুম ভাঙল রমণী মিনুর,
ঘুম ভাঙল ভংয়কর স্বপ্ন দেখে,
মিলাতে পারছে না হিসাব কিছুতেই-
একি স্বপ্নই নাকি ছায়া অমঙ্গলের।

২ সেপ্টেম্বর, ২০১১

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ