মৃদ্যু হেসে যেদিন তুমি
সরিয়ে নিলে হাত
সেদিন থেকে স্বপ্নবিহিন
শূ্ণ্য কাল রাত
সেদিন থেকে ছন্নছাড়া
বিষন্ন সব ভোর
শূণ্য নদী মলিন আকাশ
নিশ্চুপ নিঃশোর
সেদিন থেকে ছায়ার সাথে
বন্ধ হলো কথা
কেন তুমি দিয়ে গেলে
হিয়া পূর্ণ ব্যাথা
যেদিন থেকে চলে গেলে
হাঁটি হাঁটি পায়
চেনাজানা সুরগুলো আর
বাজেনা যে হায় ।।
২২/০২/২০১১
সরিয়ে নিলে হাত
সেদিন থেকে স্বপ্নবিহিন
শূ্ণ্য কাল রাত
সেদিন থেকে ছন্নছাড়া
বিষন্ন সব ভোর
শূণ্য নদী মলিন আকাশ
নিশ্চুপ নিঃশোর
সেদিন থেকে ছায়ার সাথে
বন্ধ হলো কথা
কেন তুমি দিয়ে গেলে
হিয়া পূর্ণ ব্যাথা
যেদিন থেকে চলে গেলে
হাঁটি হাঁটি পায়
চেনাজানা সুরগুলো আর
বাজেনা যে হায় ।।
২২/০২/২০১১
amar com a bangla nai. tai khub kharap lagche. kintu page a like dewar kono link nai keno bujlamna.
ReplyDelete