সম্প্রতি ডেনমার্কের গবেষকরা দুর্লভ প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন যেগুলোর মা মাছ তার পোনাদের দুধ পান করায়। আর ভ্রুণ অবস্থায় মা মাছের পেটের ভেতর থাকাকালে এই দুধ পানের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, স্তন্যপায়ী এই মাছগুলো পোনাদের দুধ পান করানোর মাধ্যমে পুষ্টির জোগান দেয়। আর এই দুধ তৈরি হয় মাছের ম্যামারি গ্লম্ল্যান্ডে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাছের ক্ষেত্রে বাচ্চাদের দুধপান করানোর ঘটনা এর আগে জানা যায়নি। কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষকরা ইলপাউট নামের এই দুর্লভ মাছের সন্ধান পেয়েছেন। মাছটির বৈজ্ঞানিক নাম তড়ধত্পবং ারারঢ়ধত্ঁং. গবেষণার ফল প্রকাশিত হয়েছে এক্সপেরিমেন্টাল মেরিন বায়োলজি অ্যান্ড ইকোলজি সাময়িকীতে।গবেষকরা জানিয়েছেন, ইলপাউট মা মাছ একসঙ্গে ৩০ থেকে ৪০০টি বাচ্চা জন্ম দিতে পারে। আর জন্মের সময় বাচ্চাগুলোর আকার হয় ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত।
জানা গেছে, এই মাছ ইংলিশ চ্যানেল থেকে বাল্টিক সাগর এবং হোয়াইট সি-এর তীরবর্তী এলাকায় বেশি দেখা যায়। গবেষকরা জানিয়েছেন, ইলপাউট মাছের গর্ভধারণকাল অনেক দীর্ঘ হয়। ৬ মাসের দীর্ঘ সময় গর্ভধারণ করার পর শীতকালে বরফশীতল পানিতে বাচ্চা জন্ম দেয় মা মাছ। স্তন্যপায়ী অন্যান্য প্রাণীদের মতোই মাতৃগর্ভে ডিম্বাণু জন্ম হয় এবং বেড়ে ওঠে। আর নিষিক্তকরণ বা সন্তান জন্মের অন্যান্য সব পর্যায় ওভারিতে ঘটে থাকে। আর এ ওভারিতেই থাকে ফলিকলস। প্রতিটি পোনার জন্য আলাদা ফলিকলস থাকে। আর প্রতিটি ফলিকলসের মাধ্যমে পোনাদের মুখে পৌঁছে যায় মায়ের দুধ।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাছের ক্ষেত্রে বাচ্চাদের দুধপান করানোর ঘটনা এর আগে জানা যায়নি। কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষকরা ইলপাউট নামের এই দুর্লভ মাছের সন্ধান পেয়েছেন। মাছটির বৈজ্ঞানিক নাম তড়ধত্পবং ারারঢ়ধত্ঁং. গবেষণার ফল প্রকাশিত হয়েছে এক্সপেরিমেন্টাল মেরিন বায়োলজি অ্যান্ড ইকোলজি সাময়িকীতে।গবেষকরা জানিয়েছেন, ইলপাউট মা মাছ একসঙ্গে ৩০ থেকে ৪০০টি বাচ্চা জন্ম দিতে পারে। আর জন্মের সময় বাচ্চাগুলোর আকার হয় ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত।
জানা গেছে, এই মাছ ইংলিশ চ্যানেল থেকে বাল্টিক সাগর এবং হোয়াইট সি-এর তীরবর্তী এলাকায় বেশি দেখা যায়। গবেষকরা জানিয়েছেন, ইলপাউট মাছের গর্ভধারণকাল অনেক দীর্ঘ হয়। ৬ মাসের দীর্ঘ সময় গর্ভধারণ করার পর শীতকালে বরফশীতল পানিতে বাচ্চা জন্ম দেয় মা মাছ। স্তন্যপায়ী অন্যান্য প্রাণীদের মতোই মাতৃগর্ভে ডিম্বাণু জন্ম হয় এবং বেড়ে ওঠে। আর নিষিক্তকরণ বা সন্তান জন্মের অন্যান্য সব পর্যায় ওভারিতে ঘটে থাকে। আর এ ওভারিতেই থাকে ফলিকলস। প্রতিটি পোনার জন্য আলাদা ফলিকলস থাকে। আর প্রতিটি ফলিকলসের মাধ্যমে পোনাদের মুখে পৌঁছে যায় মায়ের দুধ।
No comments:
Post a Comment