কত যে আপন হয়ে ছিল সে আকাশ
গত জোসনা ঝরা রাতে।
কত যে স্বপ্নে ছিল ঘুমের স্বপনেতে।
কত যে সুবাসে ছিল ভরা সে বাতাস
গত বৈশাখী ঝড়ো হাওয়াতে।
কত না আবেশে ছিল জড়ানো এ মন
গত পূর্ণিমা চাঁদের সাথে।
কত না প্রতীক্ষায় ছিল যে বরষা
গত বরিষধারা মাঝে।
কত না আনন্দে ছিল পূর্ণ হিয়া যে
গত দিনের সকাল সাঁঝে।
কত যে রঙে ছিল রঙীন ভুবন যে
গত প্রিয় জনমেতে।
এখনো সবই আছে সবার মতই
শুধু আমি নেই যে তাতে।
গত জোসনা ঝরা রাতে।
কত যে স্বপ্নে ছিল ঘুমের স্বপনেতে।
কত যে সুবাসে ছিল ভরা সে বাতাস
গত বৈশাখী ঝড়ো হাওয়াতে।
কত না আবেশে ছিল জড়ানো এ মন
গত পূর্ণিমা চাঁদের সাথে।
কত না প্রতীক্ষায় ছিল যে বরষা
গত বরিষধারা মাঝে।
কত না আনন্দে ছিল পূর্ণ হিয়া যে
গত দিনের সকাল সাঁঝে।
কত যে রঙে ছিল রঙীন ভুবন যে
গত প্রিয় জনমেতে।
এখনো সবই আছে সবার মতই
শুধু আমি নেই যে তাতে।
No comments:
Post a Comment