প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

এসো বন্ধু হতে :: মনিরা চৌধুরী

বন্ধু হবে? এসো বন্ধু হতে
বসতে দেবো এই মনটা পেতে,
আর রাখবো কথা যে চির বন্ধুত্বে।
এসো বন্ধু মোর বন্ধু হতে
বাসবো ভালো আমি সত্যিকারের,
সরাবো আধাঁর চোখে অন্ধকারের।
তবে বন্ধু, এসো বন্ধু হতে
ছড়াবো আলো প্রাণে গহন রাতে,
আমি হবো সাথী তব দহন সাথে।
আনবো নতুন দিন স্বপ্নরঙের,
আরো ফুরাবো দুঃখ তব সব জীবনের।
এবার হবেতো বন্ধু? তবে এসো বন্ধু হতে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ