ভাবটা আমার বাংলা...
কিন্তু ভাবটা ইংরেজের,
কথায় কথায় ইংলিশ;
করি প্রকাশ আবেগের ।
আমি বিশ্ববিদ্যালয় চিনিনা...
চিনি ইউনিভার্সিটি,
পড়া-লেখা বাংলায়;
জীবন ইংলিশে পরিপাটি ।
আমি গ্রামার জানি বেশি...
ব্যাকরণ জানি কম,
ইংলিশ ছাড়া বাংলায়;
আটকে আসে দম ।
আমি ইংরেজ সাজি ভাবে...
বলি ইংলিশ অনর্গল,
আমি ইংলিশ জানি ভাল;
কিন্তু বাংলায় দুর্বল ।
আমি ইংলিশে জীবন গড়বো...
মনে ইহাই বড় আশা,
ইংলিশ আমার প্রাণ, অথচ;
বাংলা আমার ভাষা!
সূত্র : ফেসবুক থেকে
কিন্তু ভাবটা ইংরেজের,
কথায় কথায় ইংলিশ;
করি প্রকাশ আবেগের ।
আমি বিশ্ববিদ্যালয় চিনিনা...
চিনি ইউনিভার্সিটি,
পড়া-লেখা বাংলায়;
জীবন ইংলিশে পরিপাটি ।
আমি গ্রামার জানি বেশি...
ব্যাকরণ জানি কম,
ইংলিশ ছাড়া বাংলায়;
আটকে আসে দম ।
আমি ইংরেজ সাজি ভাবে...
বলি ইংলিশ অনর্গল,
আমি ইংলিশ জানি ভাল;
কিন্তু বাংলায় দুর্বল ।
আমি ইংলিশে জীবন গড়বো...
মনে ইহাই বড় আশা,
ইংলিশ আমার প্রাণ, অথচ;
বাংলা আমার ভাষা!
সূত্র : ফেসবুক থেকে
No comments:
Post a Comment