প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 9, 2011

প্রকৃতি :: রহিমা আখতার কল্পনা

ও কলস, পূর্ণগর্ভ ও পোড়া কলস
কার দুর্দশার গল্প ধরেছ তোমার পেটে!

ও সকাল, রৌদ্রভুক ও সতেজ লতা
কার বাসনার বর্ণ মেখেছ তোমার দেহে!

ও দুপুর, তাপদগ্ধ ও মগ্ন দুপুর
কার ঘর্মময় শ্রমে ধরেছ আগুন শ্বাসে!
ও দামিনী, বজ্রগর্ভ ও চকিত শিখা
কার রোমাঞ্চের কণা ছুড়েছ আকাশে বলো!

ও গোধূলি, লীলায়িত ও সাঁঝের মধু
কার কামনার লগ্নে সেজেছ এমন রাঙা!

ও যামিনী, অন্ধকার ও রহস্য-কাল
কার ছায়াচ্ছন্ন শাড়ি ছড়ালে মেদিনী জুড়ে!

সাড়া নেই কারও, লা-জবাব সকলেই ব্যস্ত নিজ কাজে
কোথাও সানন্দ প্রেম, লীলা-লাস্য, কোথাও ক্রন্দন বাজে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ