সুখ মানে
একফালি চাঁদ যেন ঢেকে যাওয়া মেঘে
কখনো ভোগে সে, কখনো ত্যাগে
সুখ মানে
এক নীল সাগরের উপচে পড়া ঢেউ
কখনো আপন সে, কখনো নয় কেউ।
সুখ মানে
নিরব রাতের কোন ফুল নিরবেই ঝরে
হঠাৎই সে ভাঙে মন, হঠাৎ-ই গড়ে।
সুখ মানে
ভুলে যাওয়া কেউ যেন জেগে ওঠা স্মৃতির পাতায়
কখনো হাসায় সে, কখনো কাঁদায়।
সুখ মানে
হাড়িয় যাওয়া জীবনের খুজেঁ পাওয়া সুর
কখনো কাছে যেন, কখনো সুদূর।
একফালি চাঁদ যেন ঢেকে যাওয়া মেঘে
কখনো ভোগে সে, কখনো ত্যাগে
সুখ মানে
এক নীল সাগরের উপচে পড়া ঢেউ
কখনো আপন সে, কখনো নয় কেউ।
সুখ মানে
নিরব রাতের কোন ফুল নিরবেই ঝরে
হঠাৎই সে ভাঙে মন, হঠাৎ-ই গড়ে।
সুখ মানে
ভুলে যাওয়া কেউ যেন জেগে ওঠা স্মৃতির পাতায়
কখনো হাসায় সে, কখনো কাঁদায়।
সুখ মানে
হাড়িয় যাওয়া জীবনের খুজেঁ পাওয়া সুর
কখনো কাছে যেন, কখনো সুদূর।
No comments:
Post a Comment