ওই আকাশে নীলের ধারে
উড়ছে দেখি সবুজ ঘুড়ি
ঘুড়ির দিকে চোখ চলে যায়
মন চলে যায়
ঘুড়ির সাথে নিত্য উড়ি।
নাটাই পুরো সুতোয় ভরা
রঙ ছড়ানো লালে
সবুজ ঘুড়ি নীলের আকাশ
বন্দী এখন কালে
বন্দী হলো লালের সুতো
আগেই সবুজ ঘুড়ি
লাল সবুজের ঘুড়ির সাথে
আমরা কেবল উড়ি
থমকে দাঁড়ায় দোয়েল পাখি
থমকে দাড়ায় টিয়ে
লাল সবুজের মুক্ত মিলন
ঘুড়ি সুতো দিয়ে
চোখ চলে যায় মন চলে যায়
সকল ঘুড়িবাজের
লাল সবুজের মুক্ত উড়াল
শক্তি যোগায় কাজের
এইতো কেবল শুরুর গীতি
কণো নয় শেষের
লাল সবুজের মিলন মেলায়
বিজয় বাংলাদেশের।
উড়ছে দেখি সবুজ ঘুড়ি
ঘুড়ির দিকে চোখ চলে যায়
মন চলে যায়
ঘুড়ির সাথে নিত্য উড়ি।
নাটাই পুরো সুতোয় ভরা
রঙ ছড়ানো লালে
সবুজ ঘুড়ি নীলের আকাশ
বন্দী এখন কালে
বন্দী হলো লালের সুতো
আগেই সবুজ ঘুড়ি
লাল সবুজের ঘুড়ির সাথে
আমরা কেবল উড়ি
থমকে দাঁড়ায় দোয়েল পাখি
থমকে দাড়ায় টিয়ে
লাল সবুজের মুক্ত মিলন
ঘুড়ি সুতো দিয়ে
চোখ চলে যায় মন চলে যায়
সকল ঘুড়িবাজের
লাল সবুজের মুক্ত উড়াল
শক্তি যোগায় কাজের
এইতো কেবল শুরুর গীতি
কণো নয় শেষের
লাল সবুজের মিলন মেলায়
বিজয় বাংলাদেশের।
No comments:
Post a Comment