আমি
বন্ধ নয়নের অন্ধ আলোয়
দেখেছি তোমায় পৃথিবী।
রূদ্ধ প্রাণের আনিরূদ্ধ কালোয়
শুধু বেঁধেছি তোমায় পৃথিবী।
আমি
শুদ্ধ মনের অবাধ্য সরোবরে
চেয়েছি তোমায় পৃথিবী।
স্তব্ধ যাতনার ক্ষুব্ধ হাহাকারে
আমি পেয়েছি তোমায় পৃথিবী।
বন্ধ নয়নের অন্ধ আলোয়
দেখেছি তোমায় পৃথিবী।
রূদ্ধ প্রাণের আনিরূদ্ধ কালোয়
শুধু বেঁধেছি তোমায় পৃথিবী।
আমি
শুদ্ধ মনের অবাধ্য সরোবরে
চেয়েছি তোমায় পৃথিবী।
স্তব্ধ যাতনার ক্ষুব্ধ হাহাকারে
আমি পেয়েছি তোমায় পৃথিবী।
No comments:
Post a Comment