দেখ চন্দ্রিমা চাঁদ জাগে, রাতের কোলে
তারারা মিটিমিটি নেভে জ্বলে।
শুধু আমার দু’চোখ ভরে, দুঃখের কাজলে
স্বপ্নগুলো ভেজে ব্যথার বাদলে।
ধরণী হারায় দেখ, আঁধার রাতে
ভাসবে আবার জেগে আলোর স্রোতে।
আমারই সুখ শুধু, চায় হারাতে
আশাগুলো ডুবে যায় হতাশাতে।
দেখ সূর্য উকি দেয় , সু-প্রভাতে
যেন ভুবন ভরে বিষাদের তীব্রতাতে।
কানন ভরে দেখ, ফুলে ফুলে
পাখিরা গেয়ে উঠে বসন্ত হিল্লোলে।
আমার এ প্রাণ শুধু, উঠে জ্বলে জ্বলে
দিন রাত্রির এই না পাওয়া কোলাহলে।
তারারা মিটিমিটি নেভে জ্বলে।
শুধু আমার দু’চোখ ভরে, দুঃখের কাজলে
স্বপ্নগুলো ভেজে ব্যথার বাদলে।
ধরণী হারায় দেখ, আঁধার রাতে
ভাসবে আবার জেগে আলোর স্রোতে।
আমারই সুখ শুধু, চায় হারাতে
আশাগুলো ডুবে যায় হতাশাতে।
দেখ সূর্য উকি দেয় , সু-প্রভাতে
যেন ভুবন ভরে বিষাদের তীব্রতাতে।
কানন ভরে দেখ, ফুলে ফুলে
পাখিরা গেয়ে উঠে বসন্ত হিল্লোলে।
আমার এ প্রাণ শুধু, উঠে জ্বলে জ্বলে
দিন রাত্রির এই না পাওয়া কোলাহলে।
No comments:
Post a Comment