আমারই স্বপনগুলো , ও চোখে তোমার
আমি দিয়াছি ছড়ায়ে।
তুমি আমারে, স্বপনে ডাকো
ঘুমেরও ঘোরে।
মনের ও ফাগুন যত, ও মনে তোমার
আমি দিয়াছি ঢেলে।
আমারে তুমি নিও, রাঙায়ে কোন
নতুন রঙের বাহারে।
আমারি প্রাণের আলোতে আমি , তোমারি প্রাণ
ভরায়ে দিলাম যতনে।
কভু আমারে, আলোতে নিও
আঁধার ও হতে। তোমারি ব্যথার বাদলে আমি , জীবনপ্রদ্বীপ মোর
নিভায়ে দিলাম গোপনে।
প্রদ্বীপেরই মত মোরে, জ্বালায়ে নিও
জীবন বেলার কোন নিশিজাগাতে।
আমি দিয়াছি ছড়ায়ে।
তুমি আমারে, স্বপনে ডাকো
ঘুমেরও ঘোরে।
মনের ও ফাগুন যত, ও মনে তোমার
আমি দিয়াছি ঢেলে।
আমারে তুমি নিও, রাঙায়ে কোন
নতুন রঙের বাহারে।
আমারি প্রাণের আলোতে আমি , তোমারি প্রাণ
ভরায়ে দিলাম যতনে।
কভু আমারে, আলোতে নিও
আঁধার ও হতে। তোমারি ব্যথার বাদলে আমি , জীবনপ্রদ্বীপ মোর
নিভায়ে দিলাম গোপনে।
প্রদ্বীপেরই মত মোরে, জ্বালায়ে নিও
জীবন বেলার কোন নিশিজাগাতে।
No comments:
Post a Comment