ঝর ঝর শ্রাবণের
ঝরা এ বারি,
মনে করে দেয় যেন ,
কাহারে?
ঝির ঝির বারাসেরা গন্ধ,
ছড়ায়ে তারি,
প্রাণে কিযে দোলা দেয় ,
আহারে !
গুন গুন ভ্রমরের –
মৃদু গুঞ্জরনে,
ফুলবনে কে যেন ,
ডাকিছে মোরে।
ফুল ঝরা ফাগুনের
মোহ জাগা সঞ্চারণে।
আজি মনবনে মন মোর ,
চাহিছে কারে ।
ঝরা এ বারি,
মনে করে দেয় যেন ,
কাহারে?
ঝির ঝির বারাসেরা গন্ধ,
ছড়ায়ে তারি,
প্রাণে কিযে দোলা দেয় ,
আহারে !
গুন গুন ভ্রমরের –
মৃদু গুঞ্জরনে,
ফুলবনে কে যেন ,
ডাকিছে মোরে।
ফুল ঝরা ফাগুনের
মোহ জাগা সঞ্চারণে।
আজি মনবনে মন মোর ,
চাহিছে কারে ।
No comments:
Post a Comment