কামনার সব , ফুলগুলি মোর
ঝরায়ে সকালবেলা।
কে যেন আজ , দেয় গো আমায়
সাজিয় ব্যথার ডালা।
মোর হৃদয়ের, সুখগুলিরে
কুড়ায়ে দু’হাত ভরে।
কে যেন আজ , দেয় গো আমার
দুঃখ হৃদয় জুড়ে। সাধনার সব , স্বপ্নরে মোর
ভিজায়ে আঁখির জলে।
কে যেন আজ, ডাকলো আমায়
দুঃস্বপ্নের কোলে।
মোর জীবনের , হাসিগুলি সব
হারায়ে রঙের মেলা।
কার কথাতে, নেয় যে তুলে
কান্না সারাবেলা
ঝরায়ে সকালবেলা।
কে যেন আজ , দেয় গো আমায়
সাজিয় ব্যথার ডালা।
মোর হৃদয়ের, সুখগুলিরে
কুড়ায়ে দু’হাত ভরে।
কে যেন আজ , দেয় গো আমার
দুঃখ হৃদয় জুড়ে। সাধনার সব , স্বপ্নরে মোর
ভিজায়ে আঁখির জলে।
কে যেন আজ, ডাকলো আমায়
দুঃস্বপ্নের কোলে।
মোর জীবনের , হাসিগুলি সব
হারায়ে রঙের মেলা।
কার কথাতে, নেয় যে তুলে
কান্না সারাবেলা
No comments:
Post a Comment