সুবোধ পাগলা করছে বিয়ে
গেছে বাসর ঘরে
বউ তার আধা পাগলী
টানে লুংগি ধরে
লজ্জা পায় পাগলা সুবোধ
করছে বউটা কি?ঘুরে ফিরে জায়গা বদলায়
অর্ধেকটা রাত্রি
রাত কেঁটেছে এতদিন তার
একলা খাটে শুয়ে
বউয়ের জ্বালায় প্রতিজ্ঞা করে
করবেনা আর বিয়ে
খোচা মারে চিমটি কাঁটে
দেয় কাতুকুতু
সুড়সুড়ি তার বেজায় কড়া
রাগে থতুমতু
আধা পাগলী বউটি তার
যেই নিভালো আলো
অমনি সুবোধ সুযোগ বুঝে
খাটের নিচে গেলো
বউ তাহারে খুজতে থাকে
একলা অন্ধকারে
মাঝ রাতে পাগলী বউয়ের
হিসু চাঁপে জোরে
খাটের উপর করলো হিসু
পড়লো গিয়ে নিচে
বৃষ্টি ছাড়াই ভিজে সুবোধ
শুধুই মিছে মিছে!!
ভোর হলে সুবোধ পাগলা
হাফ ছেড়ে বাঁচে
গল্প বলে বিবাহ পাগল
অব্যিয়তদের কাছে
"নাম শুনেছো বাসর ঘরের
দেখোনিতো গিয়ে
বুঝবে ঠেলা দোসর ঘরের
করলে পরে বিয়ে"
সূত্র : আমার ব্লগ
গেছে বাসর ঘরে
বউ তার আধা পাগলী
টানে লুংগি ধরে
লজ্জা পায় পাগলা সুবোধ
করছে বউটা কি?ঘুরে ফিরে জায়গা বদলায়
অর্ধেকটা রাত্রি
রাত কেঁটেছে এতদিন তার
একলা খাটে শুয়ে
বউয়ের জ্বালায় প্রতিজ্ঞা করে
করবেনা আর বিয়ে
খোচা মারে চিমটি কাঁটে
দেয় কাতুকুতু
সুড়সুড়ি তার বেজায় কড়া
রাগে থতুমতু
আধা পাগলী বউটি তার
যেই নিভালো আলো
অমনি সুবোধ সুযোগ বুঝে
খাটের নিচে গেলো
বউ তাহারে খুজতে থাকে
একলা অন্ধকারে
মাঝ রাতে পাগলী বউয়ের
হিসু চাঁপে জোরে
খাটের উপর করলো হিসু
পড়লো গিয়ে নিচে
বৃষ্টি ছাড়াই ভিজে সুবোধ
শুধুই মিছে মিছে!!
ভোর হলে সুবোধ পাগলা
হাফ ছেড়ে বাঁচে
গল্প বলে বিবাহ পাগল
অব্যিয়তদের কাছে
"নাম শুনেছো বাসর ঘরের
দেখোনিতো গিয়ে
বুঝবে ঠেলা দোসর ঘরের
করলে পরে বিয়ে"
সূত্র : আমার ব্লগ
No comments:
Post a Comment