প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

কোন বিষাদে :: মনিরা চৌধুরী

আজি জোসনায় ঝরা ঐ চন্দ্র
মিটিমিটি তারাভরা রজনীরই অঙ্গে।
মনে মোর চায় তার, রূপসুধা ঢলিতে।
জানে না সে মন মোর, ভরা কোন বিষাদে।

দূর থেকে ভেসে আসা হাসনারই গন্ধ
মৃদু মৃদু সুরে গাওয়া বাতাসেরই ছন্দে
প্রাণে শুধু চায় কোন, সুখসুর রচিতে?
জানে না যে প্রাণ মোর, কি ব্যথায় সাধাযে। ঐ মৌবনে জাগা মধুক্ষণ যে
ঝুর ঝুর ঝরা ফুল অলিদেরই গুঞ্জে।
বুঝি হিয়া মোর, ফাগুনের রঙে চায় রাঙিতে।
জানে না তো হিয়া মোর, কি তৃষায় জাগা যে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ